ঢাকাSaturday, 26 April 2025, 13 Boishakh 1432

ঈদের আগে উজ্জ্বল ত্বক পেতে ঘরোয়া যত্ন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০১:৩৮ পিএম


loading/img
ছবি: ফ্রিপিক

রোজা রেখে অফিস, বাজার, শপিং ও বাসার কাজের চাপে ত্বক ক্লান্ত ও রুক্ষ হয়ে পড়েছে এটাই স্বাভাবিক। ঈদ আর মাত্র দু'দিন পর, কিন্তু পার্লারে যাওয়ার সময় নেই এমনও আছেন অনেকে। এদিকে ত্বকে রোদেপোড়া ছাপ, ব্রণের দাগ, শুষ্ক ত্বক। ঈদে সাজবেন কীভাবে সেই দুশ্চিন্তায় কাটছে সময়।

বিজ্ঞাপন

চিন্তার কিছু নেই! ঘরোয়া উপাদান দিয়েই মাত্র ১৫ মিনিটে ত্বক করে তুলতে পারেন উজ্জ্বল, কোমল ও প্রাণবন্ত। জেনে নিন সহজ এক ফেসপ্যাক তৈরির প্রণালি—

যা লাগবে:

বিজ্ঞাপন

  • কর্নফ্লাওয়ার – ২ চা চামচ
  • দই – ২ চা চামচ
  • মধু – ২ চা চামচ
  • মুলতানি মাটি – ১ চা চামচ
  • গোলাপ জল – ১ চা চামচ

ব্যবহারের পদ্ধতি:

  • একটি পরিষ্কার পাত্রে মুলতানি মাটি ও দই ভালোভাবে মিশিয়ে নিন।
  • ৫ মিনিট পর এর মধ্যে কর্নফ্লাওয়ার, গোলাপ জল ও মধু যোগ করুন।
  • সব উপকরণ ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
  • প্যাকটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট শুকাতে দিন।
  • শুকিয়ে গেলে হাতে হালকা পানি বা গোলাপ জল নিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন, তারপর ধুয়ে ফেলুন।

এই ফেসপ্যাক ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করবে মাত্র ১৫ মিনিটেই।

ত্বকের যত্নে আরও কিছু পরামর্শ:

  • ত্বক সবসময় পরিষ্কার রাখুন।
  • মেকআপ বা সানস্ক্রিন ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করুন।
  • রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে সিরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

এই সহজ ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলেই ঈদের দিন ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |